
WBCS এর আগ্রহী ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার সিউড়িতে।
Tuesday, September 13, 2022
1 Comment
WBCS এর আগ্রহী ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার সিউড়িতে।
মহঃ আমীন নাশীদ,বীরভূমি বার্তা,
সিউড়ি।
আবাবিল ফাউন্ডেশন আবার নতুন করে ডব্লিউবিসিএস এর জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের কে নিয়ে এক নতুন করে সেমিনারের গঠন করে সিউড়ি সবুজের অভিযানে।
এই সেমিনারে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করার মতো দেখা যায়। Wbcs এর সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের কে সঠিক তথ্য দিয়ে বোঝানো হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন স্বাভাবিক ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ হোসেন। সহ যে সব ব্যক্তিরা ডব্লিউবিসিএস পাশ করে গেছেন, পড়াশোনা করছেন সেইসব ব্যক্তিদের উপস্থিতির লক্ষ্য করা যায়।
আজিজুর রহমান , গোলাম ইয়াজদানি, ওরাহিদ খান বিডিও ভগবানগোলা, এছাড়াও শিক্ষক আলহাজ্ব শামসুর রহমান, wbcs officer নঈমুর রহমান, মাসুদুর রহমান সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে ছাত্রছাত্রীদের প্রশ্ন উত্তর করা হয় এবং শোনাও হয়। কিভাবে প্রস্তুতি নিতে হবে কি করতে হবে সমস্ত রকম সম্বন্ধে ছাত্রছাত্রীদের বলা হয়।
Hi
ReplyDelete