BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

পীঠস্থান শান্তিনিকেতনে ছাতিমতলা প্রাকৃতিক বির্পযয় কারণে ভেঙে পড়লো

পীঠস্থান শান্তিনিকেতনে ছাতিমতলা প্রাকৃতিক বির্পযয় কারণে ভেঙে পড়লো

পীঠস্থান শান্তিনিকেতনে ছাতিমতলা প্রাকৃতিক বির্পযয় কারণে ভেঙে পড়লো

পীঠস্থান শান্তিনিকেতনে ছাতিমতলা প্রাকৃতিক বির্পযয় কারণে ভেঙে পড়লো

রির্পোটার- মহঃ আমীন নাশীদ,বীরভূমি বার্তা,
শান্তিনিকেতন।

রবীন্দ্রনাথ ঠাকুরে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধনার পীঠস্থান শান্তিনিকেতনে ছাতিমতলা প্রাকৃতিক বির্পযয় কারণে ভেঙে পড়লো .....................

দফায় দফায় বৃষ্টিতে গাছ পরে সম্পূর্ণ ভেঙে পড়ল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা। শান্তিনিকেতন ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা হয় এই ছাতিমতলাকে ঘিরেই৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধনার পীঠস্থানও এটি৷


জানা যায়, ১৮৬২ সালে ব্রহ্ম সমাজের প্রসার ও প্রয়াসের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে অজয় নদের তীরে রায়পুরের সিংহ বাড়িতে আসেন৷ এই পথ ধরে পালকি নিয়ে যাওয়ার সময় দুটি ছাতিমগাছের নীচে বিশ্রাম করেন তিনি। প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম এই পরিবেশটি তাঁর চিত্তাকর্ষক করে তোলে ৷গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এখানে ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ সহ বিশ্বভারতীর নানান অনুষ্ঠানে অংশ নিয়েছেন৷ এখানে যে বেদীটি রয়েছে তাতে লেখা আছে, “তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি।”


১৯৪১ সালের ৭ আগস্ট কলকাতার জোড়াসাঁকোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন। তারপর এই ছাতিমতলাতেই বিশেষ উপাসনা হয়েছিল। উল্লেখ্য ৭ ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দিক্ষিত হয়েছিলেন তাই প্রতি বছর এই দিনে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা হয়। এছাড়াও, খ্রীষ্ট উৎসবে আলোকসজ্জা, ২৫ শে বৈশাখ ও ২২ শে শ্রাবণ এখানে বিশেষ উপাসনা হয়ে থাকে৷ দফায় দফায় বৃষ্টিতে এই ছাতিমতলার বেদীর দুদিকে থাকা দুটি শাল গাছ ভেঙে পড়ে৷ তাতেই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ঐতিহ্যবাহী ছাতিমতলা। এটিকে আপাতত ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এটিকে সংস্কার করবে পরবর্তীকালে৷

0 Response to "পীঠস্থান শান্তিনিকেতনে ছাতিমতলা প্রাকৃতিক বির্পযয় কারণে ভেঙে পড়লো"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article