
দিদির সুরক্ষা কবজ কর্মসূচি মুরারই -এলাকায়
Friday, January 6, 2023
Comment
দিদির সুরক্ষা কবজ কর্মসূচি মুরারই -এলাকায়
রির্পোটার:- রায়হান রেজা,বীরভূমি বার্তা,মুরারই, বীরভূম।
এদিন বৃহস্পতিবার জেলা জুড়ে, অনুষ্ঠিত হলো দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। এদিন বৃহস্পতিবার মুরারই বিধানসভার অন্তর্গত মুরারই দু'নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, দু'নম্বর ব্লক সভাপতি আফতাব উদ্দিন মল্লিক, মুরারই এক নম্বর ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মদক্ষ আসগার আলী।
0 Response to "দিদির সুরক্ষা কবজ কর্মসূচি মুরারই -এলাকায়"
Post a Comment