BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

DUBRAJPUR // দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন দুবরাজপুরে

DUBRAJPUR // দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন দুবরাজপুরে

DUBRAJPUR // দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন দুবরাজপুরে 

দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন দুবরাজপুরে



রিপোর্টার :-সেখ ওলি মহম্মদ,বীরভূমি বার্তা,দুবরাজপুর, বীরভূম।

সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "দিদির সুরক্ষা কবচ" নামে একটি কর্মসূচি লঞ্চ করেন। তাই ‘দিদির সুরক্ষা কবচ’  কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভায় একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা যুব সভাপতি দেবব্রত সাহা, প্রাক্তন বিধায়ক নরেশ বাউরী, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ রফিউল খাঁন ও সেখ মহিম সহ দুবরাজপুর বিধানসভা এলাকার ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি প্রমুখ। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য সরকারের নানা প্রকল্পের বার্তা নিয়ে বুথ স্তরের মানুষের কাছে পৌঁছানো হবে। দলমত নির্বিশেষে গ্রামের সর্বস্তরের মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হবে। মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। 



0 Response to "DUBRAJPUR // দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন দুবরাজপুরে "

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article