BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

 ১৬তম উপজাতীয় যুব আদান - প্রদান কার্যক্রম

১৬তম উপজাতীয় যুব আদান - প্রদান কার্যক্রম

 ১৬তম উপজাতীয় যুব আদান - প্রদান কার্যক্রম



গত ২২এ জানুয়ারী নেহেরু যুব কেন্দ্র সংগঠন পশ্চিম বঙ্গের পরিচালনায় সাত দিন ব্যাপী ১৬তম উপজাতীয় যুব আদান - প্রদান কার্যক্রমের ফিল্ড ভিসিট অনুষ্ঠিত হলো মহারাষ্ট্র, ছত্তিসগড় ও মধ্যে প্রদেশ থেকে আসা ২০০ জন যুবক - যুবতীকে নিয়ে। এই কর্মসূচি তে যুবক - যুবতীদের বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্র, এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের কর্মস্থল দর্শন করানো হয়। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্রের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ঘুরে যুবক - যুবতীরা খুব উদ্দীপিত ও আনন্দিত হয়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের সঙ্গে সাক্ষাৎ করে যুবক - যুবতীদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় সংহতির অনুভূতি জেগে ওঠে। প্রতিটি স্থান যুবক - যুবতীরা উৎসাহ এবং উল্লাসের সাথে অংশগ্রহণ ও অনুভব করে। যুবক - যুবতীরা পরিদর্শন করা স্থানগুলির সাথে যুক্ত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয় সংহতির তাৎপর্যের প্রশংসাও করে। এই সাত দিনের আবাসিক যুব আদান - প্রদান কার্যক্রম ২৬.০১.২০২৫ তারিখে শেষ হবে।

0 Response to " ১৬তম উপজাতীয় যুব আদান - প্রদান কার্যক্রম"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article