BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

শুরু হলো দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম  কনক্লেভ।

শুরু হলো দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনক্লেভ।

শুরু হলো দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম  কনক্লেভ।

শুরু হলো দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম  কনক্লেভ।

রির্পোটার-স্বপন পাল,দার্জিলিং, বীরভূমি বার্তা।

শুরু হলো দুদিন ব্যাপী সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুরিজম  কনক্লেভ । চলবে আগামীকাল ১২ই সেপ্টেম্বর পর্যন্ত। দার্জিলিংয়ের পাইন্ট্রি  হোটেলে এই আন্তর্জাতিক পর্যটন  কনক্লেভ একটি নতুন মাত্রা এনে দিয়েছে পর্যটন ক্ষেত্রে। এই কনক্লেভে ভারত, বাংলাদেশ, ভুটান , এবং প্রতিবেশী দেশ নেপাল থেকে পর্যটন ব্যবসায়ীরা এই কনক্লেভে অংশ নিতে এসেছেন। সকালে প্রদীপ  প্রজ্জ্বলন করে এই এই আন্তর্জাতিক কনক্লেভের শুভ আরম্ভ করা হয়।কনক্লেভের এর শুরুতেই বক্তব্য রাখেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসনিক কর্তা অনিত থাপা। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের সচিব ডঃ সৌমিত্র মোহন IAS, এবং দার্জিলিং জেলার জেলাশাসক শ্রী এস পূণ্য বলম। এছাড়া উপস্থিত ছিলেন জ্যোতি ঘোষ ডেপুটি ডিরেক্টর অফ ট্যুরিজম নর্থ বেঙ্গল। শুরুতেই ইস্টার্ন হিমালয়ান  ট্রাভেল এন্ড টুর অপারেটর অ্যাসোসিয়েশন এর সভাপতি দেবাশীষ মিত্র স্বাগত ভাষণ দেন। এই অনুষ্ঠানে বারো জন ব্যক্তিকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় তাদের তাদের উৎকৃষ্ট কাজের জন্য। উল্লেখযোগ্য শ্রীমতী শান্তি রাই একজন মহিলা উদ্ধারকারী দলের নেতা যে সমস্ত মানুষ তিস্তা নদীতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের উদ্ধার করেছেন। এবং বিশেষ অবদান তার বহু পর্যটককে তিস্তা নদী থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেছেন। আজ কনফ্লেভটি শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ ব্যান্ডের মাধ্যমে।
দার্জিলিং ট্রাভেলস এর প্রতিনিধি মোঃ জি ,এন খান জানালেন এই কনক্লেভে এসে অনেক কিছু তারা জানতে পেরেছেন এবং তারা খুশি পর্যটন ব্যবসায় এইভাবে তাদের সঠিক পথ দেখালো। বাংলাদেশ এবং নেপালের প্রতিনিধিরা তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেছেন আজকের এই অনুষ্ঠানে।

0 Response to "শুরু হলো দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনক্লেভ।"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article