
দূর্গা পূজা উপলক্ষে ওয়েলফেয়ার সোসাইটির শাড়ি প্রদান সিউড়িতে।
Thursday, September 15, 2022
Comment
দূর্গা পূজা উপলক্ষে ওয়েলফেয়ার সোসাইটির শাড়ি প্রদান সিউড়িতে।
রির্পোটার -মহঃ আমীন নাশীদ,বীরভূমি বার্তা,সিউড়ি।
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বীরভূম জেলার সিউড়ি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা উপহার ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে সারা সিউড়ি শহর ঘুরে অসহায় মায়েদের একটি করে শাড়ি উপহার তুলে দেয়। সিউড়ি শহরের এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেকেই শহরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন কেউ করেন কাগজ কুড়িয়ে কাজ আবার কেউবা বহুরূপী শিল্পী, তাদের সবাইকে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে এসপি মোড় হাসপাতাল মোড় বিবেকানন্দ পল্লী,প্রশাসন ভবন নানান জায়গায় ঘুরে ঘুরে তাদের একটি করে শাড়ি উপহার স্বরূপ তুলে দেওয়া হয়।
উপহার সংস্থা এই কর্মসূচি বিগত বছরেও করে এসেছে। সংস্থার পক্ষ থেকে প্রিয়নীল পাল জানান আমাদের এই উদ্যোগ নেওয়ার একটাই কারণ আমরা নিষ্কাম কর্মে বিশ্বাসী,তাই জন্য আমরা ঘুরতে ঘুরতে মায়েদের শাড়ি উপহার তুলে দি। সারা শহর ঘুরে বুধবার প্রায় ২৫ জন মায়ের হাতে নতুন শাড়ি উপহার তুলে দেয় এই সংস্থা। আগামী আরও কিছুদিন পূজোর আগে অব্দি এরকম কর্মসূচি তাদের রয়েছে।
0 Response to "দূর্গা পূজা উপলক্ষে ওয়েলফেয়ার সোসাইটির শাড়ি প্রদান সিউড়িতে।"
Post a Comment