BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।

Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায় কয়লা পাচার রুখলো পুলিশ।

#Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।

Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।

Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।

রির্পোটার -সেখ ওলি মহম্মদ,বীরভূমি বার্তা,দুবরাজপুর,বীরভূম।


এ যেন চোর পুলিশ খেলা চলছে। বিভিন্ন ভাবে পাচার করার পরিকল্পনা করে কয়লা পাচার করার চেষ্টা হলেও ধরে ফেলছে পুলিশ। বলা যেতে পারে একেবারে দক্ষিণের সিনেমা পুষ্পা দ্য রাইজ। এই সিনেমার কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছিল কয়লা পাচারকারীরা। কিন্তু বীরভূম জেলা পুলিশ সমস্ত কৌশল বানচাল করে দিচ্ছে। কয়লা পাচারকারীরা কখনো জলের বোতল, কখনো ফলের পেটি, কখনো ধানের তুষ, কখনো বা বাড়ি ঢালাই করার পাটা ও বাঁশ আবার কখনো ইট চাপিয়ে কয়লা পাচার করছে।

Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।

তবে পুলিশের নজর এড়াতে পারেনি কখনও। প্রত্যেকবার ধরা পড়েছে পুলিশের কাছে। কখনও সদাইপুর থানা, কখনও মহম্মদবাজার থানা আবার কখনও দুবরাজপুর থানার পুলিশের কাছে ধরা পড়ে। এবারে পিক আপ ভ্যান ভর্তি কয়লা আর ওপর থেকে তুষ পাচার করে  হচ্ছিল কয়লা পাচার।
Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।

আজ ভোররাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে একটি পিক আপ ভ্যানে কয়লা উদ্ধার করে। আনুমানিক ৫ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। রাণীগঞ্জ মোড়গ্ৰাম ৬০ নং জাতীয় সড়কের ওপর বাঁধেরশোলের বক্রেশ্বর ব্রিজের কাছে গাড়িটি আটক করে সদাইপুর থানার পুলিশ। তারপর দেখা যায় ঐ গাড়িটিতে ওপরে তুষের বস্তা এবং নীচে কয়লা রয়েছে।
Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।

গাড়ির চালক হৃষি হাজরা ও খালাসি বাপন হাজরাকে গ্রেপ্তার করেছে  সদাইপুর থানার পুলিশ। আজ তাঁদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায়  কয়লা পাচার রুখলো পুলিশ।


বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।

Tags:#Coal smuggling_Dubrajpur
#suri_court

0 Response to "Coal_smuggling পুষ্পা সিনেমার কায়দায় কয়লা পাচার রুখলো পুলিশ।"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article