BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

Bhadu_song সংকটের মুখে লোক সংস্কৃতি ভাদু নাচ।

Bhadu_song সংকটের মুখে লোক সংস্কৃতি ভাদু নাচ।

#Bhadu_song সংকটের মুখে লোক সংস্কৃতি ভাদু নাচ।

Bhadu_song সংকটের মুখে লোক সংস্কৃতি ভাদু নাচ।

রির্পোটার -বিপিন পাল,বীরভূমি বার্তা,দুবরাজপুর,বীরভূম।

বর্তমানে ডিজিট্যাল যুগে স্মার্ট ফোন, টিভির দাপটে ভাদুর মতো লোকসংস্কৃতির ধারাটি সংকটের মুখে। ডিজিটাল যুগে যে ভাবে হারিয়ে যাচ্ছে ভাদু তাতে এক দিন লুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। ভাদু গান হল  অন্যতম লোক সংস্কৃতি সম্পদ।


কিন্তু সময়ের ব্যবধানে এখন ভাদু উৎসব অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। রাজনন্দিনী ভাদু রাঢ়ের কূলবধূ। মানভূমের অন্তর্গত কাশীপুরের রাজনন্দিনী হলেন ভাদু। তাঁর রূপ সৌন্দর্য ছিল ঈর্ষণীয়। বিয়ের পর ভাদুর অকাল মৃত্যু ঘটে। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে ভাদু উৎসব ও ভাদু গানের সূচনা। ওই উৎসব চলে সারা ভাদ্র মাস জুড়ে।ভাদুর আসরে রাখা হয় রাজকন্যা ভাদুর একটি কল্পিত মাটির মূর্তি। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামে ভাদু নাচের চিত্র দেখা গেল।

দুবরাজপুর ব্লকের বালিজুড়ি অঞ্চলের মেজে,বেলসারা,পাঁচপুকুরগ্রামের পুরুষেরা সারা ভাদ্র মাসজুড়ে জেলার বিভিন্ন গ্রামে ভাদু নাচ দেখাতে যান।মানুষকে আনন্দদান করার সাথে রোজগারের জন্য ভাদু নাচ দেখাতে যান বলে তারা জানান।

বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।

Tags:#Bhadu_song_in_the face_of_crisis_Dubrajpur
#Bhadu_song

0 Response to "Bhadu_song সংকটের মুখে লোক সংস্কৃতি ভাদু নাচ।"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article