
Rail-blockade রেলের আণ্ডারপাসে জল জমার ফলে কচুজোড় স্টেশনে রেল অবরোধ।
Thursday, September 15, 2022
Comment
#Rail-blockade রেলের আণ্ডারপাসে জল জমার ফলে কচুজোড় স্টেশনে রেল অবরোধ।
রির্পোটার -নিতাই চক্রবর্তী,বীরভূমি বার্তা,কচুজোড়,বীরভূম।
কচুজোড় আণ্ডারপাসে জল জমার কারনে আজ সকালে কচুজোড় রেল স্টেশনে রেল অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ফলে দীর্ঘ সাড়ে চারঘন্টা ধরে অবরোধ চলে। জানা যায়,কচুজোড় রেল স্টেশনের পাশে রেলের নবনির্মিত আন্ডারপাসে জল জমার সমস্যা দীর্ঘ দিনের।
বহুবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও জল নিকাশির ব্যবস্থা করা হইনি। ফলে আজ প্রায় দশটি গ্রামের বাসিন্দারা প্রতিবাদে নামেন এবং সাঁইথিয়া-অন্ডাল শাখার কচুজোড় স্টেশনে রেল অবরোধ করেন। অবরোধের জেরে আটকে পড়ে অন্ডাল থেকে রামপুরহাটগামী লোকাল ট্রেন। এদিন জল জমার সমস্যার প্রতিবাদে রেল অবরোধ করা হয়। আজ সকাল ৬টা ৪০-এ কচুজোড় স্টেশনে অবরোধ শুরু হয়। রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এতদিন পর্যন্ত রেলের ফটক ছিল। ট্রেন যাওয়ার ফলে দীর্ঘ যানজট তৈরি হত। সম্প্রতি রেলের তরফে আন্ডারপাস তৈরি করা হয়েছে। কিন্তু জল নিকাশির ব্যবস্থা করা হইনি।এলাকাবাসীদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যাচ্ছে। এই আন্ডারপাস দিয়ে প্রায় ৫০টি গ্রামের বাসিন্দারা নিত্যদিন যাতায়াত করেন। কিন্তু জল জমার জেরে তাঁরা যাতায়াত করতে পারছেন না। সেই কারণে আজ সকালে রামপুরহাটগামী লোকাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অবিলম্বে বন্ধ রেল গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছান সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ জিআরপির আধিকারিকরা।
ঘটনাস্থলে আসেন এডিআরএম মুকেশ কুমার মীনা, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকাশ কুমার, সিনিয়র সেকসন ইঞ্জিনিয়ার রজত কুমার সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা জানান, "আপাতত চারটি মোটর লাগিয়ে জমা জল বের করে দেওয়া হবে।" তাঁদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অবরোধকারীরা।
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:#Rail blockade_Dubrajpur
#Rail-blockade
0 Response to "Rail-blockade রেলের আণ্ডারপাসে জল জমার ফলে কচুজোড় স্টেশনে রেল অবরোধ।"
Post a Comment