
Crossing at the risk of life জলের তলায় কজওয়ে,জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপার।
#Crossing at the risk of life জলের তলায় কজওয়ে,জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপার।
রির্পোটার -বিপিন পাল,বীরভূমি বার্তা,খয়রাশোল,বীরভূম।
বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়ার গ্রাম ঘেঁষে রয়েছে হিংলো নদী। হিংলো নদীর ওপর রয়েছে কজওয়ে। খয়রাশোল থানার চূড়র,কৃষ্ণপূর,কেন্দ্রগড়িয়া,মামুদপুর, ডিহিপাড়া জামরান্দ,ছাড়াও খয়রাশোল, পানশিউড়ী,বা পাশাপাশি গ্রামের মানুষেরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে।আপার হিংলো এলাকার মানুষেরা পশ্চিমবর্ধমান বা লোয়ার হিংলো এলাকায় বসবাসকারী মানুষেরা খয়রাশোল বা তাদের গন্তবস্থলে সোজাপথে যাওয়া আসা করেন এই হিংলো নদীর কজওয়ে দিয়ে। আবারও হিংলো জলাধার থেকে জল ছাড়ায় সেই কজওয়েটি জলের তলায়।সেচদপ্তর সুত্রে জানা যায় ২টি গেট খোলা থাকার দরুন হিংলো জলাধার থেকে ৪ হাজার ৮০০ কিউসেক জল ছাড়া হয়েছে।এখনও কজওয়েের ওপর জল থাকায় পায়ে হেঁটে বা মোটরসাইকেল আরোহীরা জীবনের ঝুঁকি নিয়েই পাড়াপার করছেন।যদিও কেন্দ্রগড়িয়া অঞ্চলের জনসাধারণের আসা যাওয়ার জন্য ঘুরপথে রয়েছে হজরতপুুর হয়ে অথবা ভীমগড় পাঁচড়া হয়ে খয়রাশোল যাওয়ার।
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:#Crossing at the risk of life_Khayrasole
#Crossing-risk of life
0 Response to "Crossing at the risk of life জলের তলায় কজওয়ে,জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপার।"
Post a Comment