BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

''গায়ে হাত দেবেন না, ছেলে ছোকরাদের রক্ত গরম'' - পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর

''গায়ে হাত দেবেন না, ছেলে ছোকরাদের রক্ত গরম'' - পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর

 Purba-Bardhaman News: ''গায়ে হাত দেবেন না, ছেলে ছোকরাদের রক্ত গরম'' - পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর

DYFI Meeting:  ''চোর ধরো, জেল ভরো'' স্লোগানকে সামনে রেখে আগামী ২০ সেপ্টেম্বর ধর্মতলায় সভার ডাক দিল ডিওয়াইএফআই।


নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: 

 ''চোর ধরো, জেল ভরো'' স্লোগানকে সামনে রেখে আগামী ২০ সেপ্টেম্বর ধর্মতলায় সভার ডাক দিল ডিওয়াইএফআই। বর্ধমানের সভা মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মূলত, দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকারকে কোণঠাসা করতেই এই ঝাঁঝালো আক্রমণের পথে নামছে বাম যুব সংগঠন।   


এদিন তিনি জানান, ওই সভা থেকে দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি কাজের দাবিতে সরব হবে বাম যুবরা। পাশপাশি আনিশ খানের খুনিদের শাস্তির দাবিতে সরব হবেন যুবনেত্রী। এই বলেই অবশ্য থেমে থাকেননি ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানান, তাঁদের সভার পারমিশন দেওয়া না হলে, অনুমতি ছাড়াঅ সভা করবে যুবরা। এমনকী মঞ্চ বাঁধতে না দিলে মঞ্চ ছাড়াই সভা হবে। মাইক বাঁধার ছাড়পত্র না পেলে কাঁধে মাইক নিয়েই চলবে সভা।


এদিন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে মীনাক্ষী বলেন, '' পঞ্চায়েত নির্বাচনে লাঠি নিয়ে এলে আমিও শুধু ঝাণ্ডা নিয়ে নয়,ডাণ্ডা নিয়ে যাব, সমানে-সমানে লড়াই হবে।'' এখানেই থামেনি বাম যুব নেত্রীর বাক্যবান। পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ''সব পুলিশকে সাবধান করছি, তৃণমূলের দালালি করে ভুলেও কমরেডদের গায়ে হাত দেবেন না। ছেলে ছোকরাদের রক্ত গরম থাকে, কী হবে তার দায় আমরা নেব না। '' আজ ডিওয়াইএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান স্টেশন চত্ত্বর থেকে কার্জন গেট পর্যন্ত্য মিছিল হয়।মিছিল শেষে কার্জন গেটে পথসভা করেন রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়।


রাজ্যের বর্তমান পরি্স্থিতি বলছে, দুর্নীতি নিয়ে অনেকটাই 'ব্যাকফুটে' রয়েছে তৃণমূল কংগ্রেস। একে একে শাসক দলের নেতা-মন্ত্রীদের নাম জড়াচ্ছে দুর্নীতিতে। ইতিমধ্যেই পাহাড়প্রমাণ টাকা উদ্ধার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে। গরু পাচার মামলায় শ্রীঘরে বীরভূমের তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। তাই পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের এই দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে সেই ব্রিগেডে নাম লিখিয়েছে বামেদের যুব সংগঠন। ২০ সেপ্টেম্বর কলকাতায় হবে সভা।

0 Response to "''গায়ে হাত দেবেন না, ছেলে ছোকরাদের রক্ত গরম'' - পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article