
Sunday, September 29, 2024
Comment
হিন্দি পাখওয়ারা পালন
গত ১৪ই সেপ্টেম্বর থেকে ২৯এ সেপ্টেম্বর পর্যন্ত নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং বীরভূম জেলার বিভিন্ন যুব ক্লাবের পরিচালনায় হিন্দি পাখওয়ারা পালন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সরকারি কাজে রাজভাষা হিন্দির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং হিন্দি ভাষার ব্যবহার ত্বরান্বিত করা। এই কর্মসূচিতে যুবক যুবতীদের নিয়ে দুটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করা হয়েছিল। এ ছাড়াও এই কর্মসূচির অন্তর্গত পদযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছিল।
0 Response to " "
Post a Comment