BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

Tree Plantation: চারাগাছ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বীরভূমে।

Tree Plantation: চারাগাছ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বীরভূমে।

Tree Plantation: চারাগাছ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বীরভূমে।

Tree Plantation: চারাগাছ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বীরভূমে।

Tree Plantation:প্রতিটি মহিলাকে চারা গাছ প্রদান করা হল এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল বীরভূম জেলার দুবরাজপুরে।

#জেলা: রির্পোটার-সেখ ওলি মহম্মদ, বীরভূম,বীরভূমি বার্তা,২৪ আগস্ট:

#বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল বীরভূম জেলার দুবরাজপুরের পাওয়ার হাউস সংলগ্ন অফিসে।

বীরভূম: চারাগাছ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুবরাজপুরে।

বন্ধন কোন্নগর একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আর এই সংস্থা পিছিয়ে পড়া বা দুঃস্থ মানুষদের পাশে সর্বদা রয়েছে। বেকার মহিলাদের জীবিকা নির্বাহ কী ভাবে করতে হবে সেই পথ দেখাচ্ছে এই সংস্থা। তাই বন্ধন কোন্নগর দুবরাজপুর শাখার পক্ষ থেকে প্রতিটি মহিলাকে চারা গাছ প্রদান করা হল এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল বীরভূম জেলার দুবরাজপুরের পাওয়ার হাউস সংলগ্ন অফিসে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুন্ডু, প্রোগ্রাম অফিসার সৌমেন পাল, এরিয়া কো-অর্ডিনেটর মানস বৈদ্য, দুবরাজপুর শাখার ম্যানেজার রাজেশ দাস সহ আর অনেকে।

 এ বিষয়ে এরিয়া কো-অর্ডিনেটর মানস বৈদ্য জানান, আমরা পিএইচপি প্রোগ্রামের মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষদের আর্থিক সাহায্য করেছি। যেমন ১০ থেকে ১৫ হাজার টাকার জিনিষ কিনে দিয়ে ব্যবসা করার জন্য। তাতে মহিলারা ব্যবসা করে নিজে স্বাবলম্বী হতে পারবেন। এটা কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকি। কারোর কাছে কোনো টাকা নেওয়া হয় না। যে সমস্ত মহিলাদের ব্যবসা করার জন্য জিনিসপত্র দেওয়া হয় তাঁদেরকে আমাদের সংস্থার পক্ষ থেকে ট্রেনিংও করানো হয়। তাই আজ ট্রেনিংয়ের শেষদিনে ২০০ জন মহিলাকে একটি করে চারাগাছ প্রদান করা হল।

বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।

Tags:#Tree Plantation_Dubrajpur

0 Response to "Tree Plantation: চারাগাছ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বীরভূমে।"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article