
Youth Parliament Program: বীরভূমে যুব সংসদ ক্যুইজ প্রতিযোগিতা।
Youth Parliament Program: বীরভূমে যুব সংসদ ক্যুইজ প্রতিযোগিতা।
Youth Parliament Program: ছাত্রছাত্রীদের মানবিক বিকাশ ঘটানোর লক্ষ্যে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌর যুব সংসদ প্রতিযোগিতায় ক্যুইজ প্রতিযোগিতা।
#জেলা: রির্পোটার-সেখ ওলি মহম্মদ, বীরভূম,বীরভূমি বার্তা,২৩ আগস্ট:
#অংশ নেয় দুবরাজপুর পৌরসভার ৫টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ৷
বীরভূম: দুবরাজপুর পৌর যুব সংসদে ক্যুইজ প্রতিযোগিতা।
'ক্যুইজ’ শব্দটির সঙ্গে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ বিশেষভাবে পরিচিত। ছাত্রসমাজের আকর্ষণ ক্যুইজের প্রতি খুবই বেড়ে গেছে। খেলাচ্ছলে বিচিত্র জ্ঞান-বিজ্ঞান শিক্ষার একটি বিশিষ্ট প্রক্রিয়া হল ক্যুইজ। ক্যুইজ প্রতিযােগিতা এখন বেশ চালু হয়ে গেছে। এর সাহায্যে জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা যায়।
তাই ছাত্রছাত্রীদের মানবিক বিকাশ ঘটানোর লক্ষ্যে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌর যুব সংসদ প্রতিযোগিতায় ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রথম ধাপে এই প্রতিযোগিতায় অংশ নেয় দুবরাজপুর পৌরসভার ৫টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্লস্, দুবরাজপুর আর.বি.এস.ডি উচ্চ বিদ্যালয়, দুবরাজপুর গার্ল্স ও তপন বসু বিদ্যা নিকেতন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেয়। প্রথম হয় দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, দ্বিতীয় হয় সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্ল্স এবং তৃতীয় হয় দুবরাজপুর বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কুইজ মাস্টার তথা শিক্ষক সৌমেন মুখার্জী। দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে এব তাঁদের উৎসাহ দিতে বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে পৌর যুব সংসদ প্রতিযোগিতা।
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:#Youth_Parliament _Program,Dubrajpur,Birbhum
0 Response to "Youth Parliament Program: বীরভূমে যুব সংসদ ক্যুইজ প্রতিযোগিতা।"
Post a Comment