
Hooghly,Blast:বিকট আওয়াজে কেঁপে উঠে ভদ্রেশ্বর থানা এলাকার এঙ্গাস এলাকা।
Hooghly,Blast:বিকট আওয়াজে কেঁপে উঠে ভদ্রেশ্বর থানা এলাকার এঙ্গাস এলাকা।
Blast: বিকট আওয়াজে এলাকা ধোয়ায় পরিপূর্ণ হয়ে যায়। বাসিন্দারা বাড়ী থেকে
আসেন বেড়িয়ে ।
#জেলা: রির্পোটার-প্রবীর বসু, হুগলি,বীরভূমি বার্তা,২৩ আগস্ট:
#এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷
হুগলি: রবিবার মাঝরাতে বিকট আওয়াজে কেঁপে উঠে ভদ্রেশ্বর থানা এলাকার এঙ্গাস এলাকা। জি টি রোডের পাশে এক ফার্নিচার এর দোকানের ভেতরে বিকট আওয়াজে এলাকা ধোয়ায় পরিপূর্ণ হয়ে যায়। বাসিন্দারা বাড়ী থেকে বেড়িয়ে আসেন।খবর পেয়ে চাপদানি থেকে দমকলের একটি গাড়ি সেখানে যায়। আসে ভদ্রেশ্বর থানার পুলিশ গৌরহাটি, চাঁপদানি, তেলিনিপাড়া টি ও পি র পুলিশ কর্মীরাও সেখানে উপস্থিত হন।
বন্ধ দোকানের মালিক আকবর আলিকে খবর দেয় পুলিশ। দোকান খোলার পর দেখা যায় দেওয়াল ফেটে গেছে।কাঁচ ভেঙে পড়ে আছে।পুলিশ দোকানে ঢুকে চারিদিকে দেখেও কিছু উদ্ধার করতে পারেনি।দোকান বন্ধ করে তালা লাগিয়ে দেয় পুলিশ। দোকান মালিককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে ঘটনাস্থলে ডি.সি. চন্দননগর ভিদিত রাজ বুন্দেসের নেতৃত্বে পুলিশের তদন্তকারী দল যায়। আসে কমিশনারেটের ফরেনসিক দল ও। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে পুলিশ নিশ্চিত দোকানের ভিতর প্রচুর পরিমানে শক্তিশালী বিস্ফোরক মজুদ করা ছিল।
কিন্তু কি কারনে দোকানের মালিক সেগুলি সেখানে জমা করেছিল তার জন্য তাকে জিঙ্গাসাবাদ করছে পুলিশ।
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:#Boom_blast_Hooghly_district
0 Response to "Hooghly,Blast:বিকট আওয়াজে কেঁপে উঠে ভদ্রেশ্বর থানা এলাকার এঙ্গাস এলাকা।"
Post a Comment