BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, নাম জড়ালো তৃণমূল বিধায়কের, আহতকে দেখতে হাসপাতালে সুকান্ত

৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, নাম জড়ালো তৃণমূল বিধায়কের, আহতকে দেখতে হাসপাতালে সুকান্ত

 ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, নাম জড়ালো তৃণমূল বিধায়কের, আহতকে দেখতে হাসপাতালে সুকান্ত



#রাজ্য: বীরভূমি বার্তা,২২ আগস্ট:


প্রমোটিং–কে কেন্দ্র করে গোলমালের জেরে রবিবার রাতে নারকেলডাঙা থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। শিবশঙ্কর দাস নামে এক ব্যক্তি অভিযোগ করেন, প্রমোটিং নিয়ে মতবিরোধের কারণে একদল দুষ্কৃতী এসে তার ছেলে দীপক দাস ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে মারধর করেছে। পেটে লাথি মারার অভিযোগ করেছেন তিনি। গুরুতর অবস্থায় ওই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অভিযোগ, তিনি বিজেপি সমর্থক বলেই শাসকদলের বিধায়কের আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। আহত ওই মহিলাকে হাসপাতালে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শিবশঙ্কর–বাবুর অভিযোগ, এলাকায় তাদের একটি শরিকি জমি আছে। এক প্রোমোটার সেখানে ফ্ল্যাট তৈরীর কথা বললেও কিছুটা কাজ হয়ে বন্ধ হয়ে যায়। এরপর জমিতে এলাকার কয়েকজন নতুন করে প্রমোটিং করতে এলে তাদের বাধা দেন শিবশঙ্কর দাস। কারণ তাদের মধ্যে কোনো চুক্তি হয়নি।

নতুন আসা লোকজন শাসকদলের বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ বলে অভিযোগ শিবশঙ্কর দাসের। তিনি দাবি করেন, তিনি বাধা দিয়েছিলেন বলে বিধায়কের লোকজন তাকে পরেশ পালের সঙ্গে দেখা করতে বলে। কিন্তু তিনি সেখানে না যাওয়ায় তার বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়। শিবশঙ্কর–বাবু এই বিষয়ে নারকেলডাঙা থানায় অভিযোগ করতে গেলে উল্টে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার জামিন পান তিনি। এরপর সন্ধ্যেবেলায় ফের তার বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। বাড়ি ভাঙ্গচুর করার সময় তার ছেলেকে ক্ষুর মারা হয়, এমনকি তার ৮ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে লাথি মারা হয়। ওই তরুণী বধূকে গুরুতর আহত অবস্থায় কলকাতা মেডিকেল হাসপাতাল কলেজে ভর্তি করা হয়েছে।

শিবশঙ্কর দাস অভিযোগ করেছেন, তিনি বিজেপি সমর্থক তাই তাঁকে এভাবে হেনস্তা করছে রাজ্যের শাসক দল। এর আগেও তাকে মারধর করা হয়েছে।

এ ঘটনায় সরব হয়েছে পদ্ম শিবর। হাসপাতালে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বাকে দেখতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, “শাসক দলের সমর্থন থাকায় অভিযুক্তরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।”

বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।

0 Response to "৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, নাম জড়ালো তৃণমূল বিধায়কের, আহতকে দেখতে হাসপাতালে সুকান্ত"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article