
Friday, November 22, 2024
Comment
বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে মাই ভারতের অন্তর্গত নেহেরু যুব কেন্দ্র বীরভূমের পক্ষ থেকে বীরভূম জেলার ১৫ থেকে ২৯ বছর বয়সী সকল যুবক - যুবতীদের বিকশিত ভারত চ্যালেঞ্জের বিকশিত ভারত অনলাইন কুইজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে যেটি ২৫.১১.২০২৪ থেকে ০৫.১২.২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির লক্ষ্য হলো বিকশিত ভারত গঠনের উদ্দেশ্যে শক্তিশালী যুব সম্প্রদায়কে গড়ে তোলা যারা আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিকশিত ভারতের সম্পর্কে যুব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ের জন্য একটি প্লাটফর্ম প্রদান করা। তাই সকলকে আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন MY Bharat পোর্টালে (https://mybharat.gov.in) নিবন্ধন করে।
0 Response to " "
Post a Comment