BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অন্তর্গত মাটির পূজন, বীরদের অভিবাদন অনুষ্ঠান।

মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অন্তর্গত মাটির পূজন, বীরদের অভিবাদন অনুষ্ঠান।

মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অন্তর্গত মাটির পূজন, বীরদের অভিবাদন অনুষ্ঠান।
        
মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অন্তর্গত মাটির পূজন, বীরদের অভিবাদন অনুষ্ঠান

ব্যুরো রিপোর্ট, বীরভূমি বার্তা, বীরভূম।।

ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং পাটাগাচ্ছি সূর্যোদয় ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় পাটাগাচ্ছি গ্রামে মেরি মাটি মেরা দেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পঞ্চ প্রাণের শপথ নেয়, চারা রোপণ করে, একটি পাত্রে মাটি সংগ্রহ করে, জাতীয় পতাকা উত্তোলন করে ও রাষ্ট্রগান গায়। বীরভূম জেলা জুড়ে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের সঙ্গে যুক্ত বিভিন্ন যুব ক্লাব নিজেদের ক্লাবের সদস্যদের এবং অন্যানদের নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আমাদের মাতৃভূমির প্রতি দেশপ্রেম ও উৎসর্গের অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।

0 Response to "মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অন্তর্গত মাটির পূজন, বীরদের অভিবাদন অনুষ্ঠান।"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article