BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

ভাষণ প্রতিযোগিতা  2024

ভাষণ প্রতিযোগিতা 2024

ভাষণ প্রতিযোগিতা  

ব্যুরো রিপোর্ট বীরভূমি বার্তা, বীরভূম ‌।

আগামী ০৮'ই জানুয়ারী ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে প্রভাত জোতির্ময়ী কলেজ অব এডুকেশন'এ একটি ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। ১২.০১.২০২৪ তারিখ অনুযায়ী ১৫-২৯ বছরের মধ্যে যুবক-যুবতীরা "আমার ভারত - উন্নত ভারত@২০৪৭" বিষয়ের উপর বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষায় ৭ মিনিট সময়সীমার মধ্যে নিজেদের বক্তব্য উপস্থাপন করে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারে। জেলা স্তরের বিজয়ী রাজ্য স্তরে জেলাকে প্রতিনিধিত্ব করবে। রাজ্য স্তরের পুরস্কার - প্রথম পুরস্কার ১০০০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০০০০ টাকা, ২ জনের জন্য তৃতীয় পুরস্কার ২৫০০০ টাকা করে। তাই আয়োজনকারীদের পক্ষ থেকে বীরভূমের সমস্ত যুবক - যুবতীদের (১২.০১.২০২৪ তারিখ অনুযায়ী ১৫ - ২৯ বছরের মধ্যে) কাছে আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন ০৭.০১.২০২৪-এর মধ্যে MY Bharat পোর্টালে (https://mybharat.gov.in/) “Declamation Contest on MY Bharat-Viksit Bharat@2047 of Nehru Yuva Kendra Birbhum” নামের ইভেন্টে নিবন্ধন করে আর বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে নেহেরু যুব কেন্দ্র বীরভূম, হাটজানবাজার, বীরভূম অফিসে যোগাযোগ করেন।

0 Response to "ভাষণ প্রতিযোগিতা 2024"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article