BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

'দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক',এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ!

'দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক',এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ!

Dilip Ghosh: 'দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক',এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ!


'দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক',এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ!



'আমি যা বলি সত্য বলি। কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। কারও যদি দম থাকে, কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক। এখানকার বাঙালিদের এটাই ক্যারেকটার', বিস্ফোরক দিলীপ।  



#কোলকাতা:বীরভূমি বার্তা,২৩ আগস্ট:

#কোলকাতা: 'দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক',এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ!


কলকাতায় একটা আসনও পাবে না বিজেপি। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। একের পর এক বিরূপ মন্তব্যে শিরোনামে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, কলকাতায় যে অব্যবস্থা চলছে তারপরেও এই শহরের মানুষ তৃণমূলকেই ভোট দেবে। এই সেই প্রসঙ্গেই তাঁর মন্তব্য, ‘বিজেপি কলকাতায় কবে সিট পেয়েছে? কলকাতার লোক দুর্নীতি নিয়ে ভাবে না। নিজের  সুবিধা নিয়েই থাকে। গোটা রাজ্যে প্রতিবাদ চলছে। কলকাতায় প্রতিবাদ কোথায়? তারা নিজেরা নিজেদের নিয়ে থাকেন। আমি যা বলি সত্য বলি। কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। কারও যদি দম থাকে, কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক। এখানকার বাঙালিদের এটাই ক্যারেকটার। কালিঘাটের  কাছে থাকি।  আনন্দে থাকি। ভিখারি হয়ে থাকি। কিচ্ছু যায় আসে না। পুজোর টাকা পেয়ে খুশি থাকি। 



মমতা সোমবারের বৈঠকে ঘোষণা করেন, এ বার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানান তিনি। এই বিষয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ। তিনি বলেন, ‘বড় করে মেলা, খেলা, পুজো। আমরা কেষ্ট -পার্থর নাম ভুলে যাব। এভাবেই খয়রাতি চলবে। আমরা পুজোয় ষাট হাজার আর বাকি ৫০০টাকায় সব ভুলে যাবো।‘

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল আপাতত আইনের গেরোয়। তবে দিলীপের মত তা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই রাজ্যবাসীর। তাই মানুষকে সাবধান করে তাঁর বক্তব্য, 'পঞ্চায়েত দূরের কথা। এখন বাঁচাও সাধু বাবা চলছে। সব ভুলিয়ে দেওয়ার চাল। ভাববেন না ইলেকট্রিক বিল কম হবে। আসলে সেই বোঝা আমাদের ওপর চাপবে।' এদিন ১০০ দিনের টাকার মুখ্যমন্ত্রী অভিযোগের বিরুদ্ধেও কথা বলেন তিনি। দিলীপের কথায়, ‘টাকা দেবে না তো। আমরাই দিতে বারণ করেছি। টাকার হিসেব না দিলে টাকা দেবে  না। হিসেব দিন, টাকা নিন।‘

সিবিআই মন্তব্য এবং  সোমবারের বৈঠক বিতর্কের পর  রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠছে সিবিআই মন্তব্যের  জেরেই বঙ্গ বিজেপির বৈঠকে 'ব্রাত্য' দিলীপ ঘোষ! তিনি কি গুরুত্ব হারাচ্ছেন? এই  বিষয়ে  তাঁর সাফ বক্তব্য, ‘আমি কি রাজ্য কমিটিতে আছি? নেই তো। তাহলে সেই বৈঠকে আমি থাকব কেন?’ গতকালই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'হয়তো কোনও কাজে ব্যস্ত ছিলেন, তাই হয়তো আসেননি। মিটিং শুরু হওয়ার পর অনেক সময় দরজা বন্ধ করে দেওয়া হয়।  সেজন্য হয়তো বুঝতে পারেননি কোথাও মিটিং হচ্ছে'। তবে দিলীপের কথা, ‘সুকান্তর জানা নেই, আমাকে কোর কমিটির মিটিংয়ে ডাকা হয়েছিল। রাজ্য কমিটির মিটিংয়ে নয়।‘

তবে  সিবিআই মন্তব্যে অনড় দিলীপ।তিনি জানান, আমি নতুন কিছু বলিনি। কোর্ট নিজেই হতাশা ব্যক্ত করেছে। একজন কর্মী হিসেবে আমি নিজের হতাশা ব্যক্ত করেছি। সূত্রের  খবর এমন মন্তব্যের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব চিঠি দিয়েছেন বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতিকে। যদিও প্রসঙ্গ এড়িয়ে দিলীপের উত্তর, ‘চিঠি দিলে আগে মিডিয়ায় আসে। তারপর আমার কাছে আসে।



বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।

Tags:DILIP GHOSH,BJP, TMC, DURGAPUJA2022,KOLKATA,
WEST BENGAL

0 Response to "'দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক',এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ!"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article