
রাজনগর: দুর্গাপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক রাজনগরে।
DURGAPUJA2022: দুর্গাপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক রাজনগরে।
#জেলা: রির্পোটার-উত্তম মন্ডল, বীরভূম,বীরভূমি বার্তা,২৩ আগস্ট:
#রাজনগর: দুর্গাপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক রাজনগরে।
রাজনগর ব্লকের দুর্গাপূজোর প্রশাসনিক এবং সেই সঙ্গে সমন্বয় বৈঠক আয়োজিত হলো সোমবার। রাজনগর ব্লকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, ওসি রাজনগর দেবাশীষ পণ্ডিত, ওসি চন্দ্রপুর কস্তুরী মুখোপাধ্যায় এবং রাজনগর ব্লকের সমস্ত দুর্গাপূজো কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার দুর্গাপুজো কমিটিগুলিকে ষাট হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা।
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:DURGAPUJA2022,BIRBHUM,
WEST BENGAL
0 Response to "রাজনগর: দুর্গাপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক রাজনগরে।"
Post a Comment