
Dilip Ghosh on CBI: 'কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', দল ক্ষুব্ধ হলেও দিলীপ সেই বেপরোয়া
Dilip Ghosh on CBI: 'কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', দল ক্ষুব্ধ হলেও দিলীপ সেই বেপরোয়া
সিবিআই-এর ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ৷ গতকালও সিবিআই নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি৷
#খবর: কোলকাতা,বীরভূমি বার্তা,২৩ আগস্ট:
#কলকাতা: সিবিআই-এর ভূমিকা নিয়ে তার মন্তব্যে বেজায় অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ আলটপকা মন্তব্যের জন্য ফের একবার কেন্দ্রীয় নেতৃত্বের নজরে পড়েছেন তিনি৷ তা সত্ত্বেও নিজের অবস্থানেই অনড় বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ এ দিনও তিনি স্পষ্ট বলেন, 'কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে, খারাপ লাগলে বলতে পারব না?'
এখানেই না থেমে থেকে দিলীপ বলেন, 'সাধারণ মানুষের জন্য রাজনীতি করি৷ রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করছি৷ কাউকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করি না৷'
গত প্রায় একমাস ধরে রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে ইডি এবং সিবিআই৷ ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রতর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল৷ কিন্তু সিবিআই-এর ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ৷ গতকালও সিবিআই নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি৷ বরং ইডি-কে প্রশংসায় ভরিয়ে দেন তিনি৷ যা নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি৷
এ দিনও দিলীপ ঘোষ বলেন, 'কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় একটা কেন্দ্রীয় এজেন্সি চলছে, খারাপ লাগলে বলতে পারব না? আমাদের উপরে অত্যাচার হয়ছে৷ ভোটের পরে ৬০ জন কর্মী খুন হয়েছে৷ আমরা তার বিচার চেয়ে আদালতের কাছে গিয়েছিলাম৷ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তার পরে কতজন সাজা পেয়েছে, কতজন কর্মীর পরিবারকে আমরা বিচার দিতে পেরেছি? একথা আমি বলতে পারব না? আমি বিচার না পেলে বলতে পারব না?'
সিবিআই-কে নিয়ে এই মন্তব্যকে যে দল অনুমোদন করছে না, তা বুঝিয়ে দেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেছিলেন, 'কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে তা তো ওনার জানার কথা নয়৷' সূত্রের খবর,কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্য নেতৃত্বের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ প্রসঙ্গত, এর আগেও চিঠি দিয়ে দিলীপকে সংযত হওয়ার বার্তা দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু দিলীপ আছেন দিলীপেই৷
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:BJP, CBI, Dilip Ghosh
0 Response to "Dilip Ghosh on CBI: 'কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', দল ক্ষুব্ধ হলেও দিলীপ সেই বেপরোয়া"
Post a Comment