
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ বীরভূমের সদাইপুরে।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ বীরভূমের সদাইপুরে।
#জেলা: রির্পোটার-সেখ ওলি মহম্মদ, সদাইপুর,বীরভূমি বার্তা,২২ আগস্ট:
গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে ঐ থানা এলাকার চিনপাই গ্রামের ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হল।
ঐ দুষ্কৃতীদের নাম সেখ রবিউল ও হারাধন খান । ধৃতদের বাড়ি ঐ থানা এলাকার দুর্লভপুর গ্রামে। তাঁদের কাছ থেকে একটি দেশি পাইপগান ও ২ রাউণ্ড গুলি এবং একটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,ডাকাতির উদ্দেশ্যে চিনপাই লাগোয়া বাইপাসে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তাঁরা। সেখানে ওসি মিকাইল মিয়া সহ বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ তাঁদের সিউড়ি আদালতে তোলা হবে।
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:Crime news 2022
0 Response to "আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ বীরভূমের সদাইপুরে।"
Post a Comment