
নারী শক্তি ফিটনেস দৌড়
Monday, March 11, 2024
Comment
নারী শক্তি ফিটনেস দৌড়
নিজস্ব প্রতিবেদক, বীরভূমি বার্তা,বীরভূম।
গত ০৯ই মার্চ ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং বীরভূম জেলার বিভিন্ন ক্লাবের পরিচালনায় বিশ্ব নারী দিবস উপলক্ষে বীরভূম জেলার বিভিন্ন ব্লকে নারী শক্তি ফিটনেস দৌড় অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ফিটনেসের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা যা উন্নত স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং সামগ্রিক সুস্থতার দিকে তাদের পরিচালিত করে।
0 Response to " নারী শক্তি ফিটনেস দৌড় "
Post a Comment