BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

বাংলা ভাষায় পরিষেবার দাবিতে চুঁচুড়া HDFC ব্যাংকে স্বারক লিপি দিল বাংলাপক্ষ ।

বাংলা ভাষায় পরিষেবার দাবিতে চুঁচুড়া HDFC ব্যাংকে স্বারক লিপি দিল বাংলাপক্ষ ।

বাংলা ভাষায় পরিষেবার দাবিতে চুঁচুড়া HDFC ব্যাংকে স্বারক লিপি দিল বাংলাপক্ষ ।



ব্যুরো রিপোর্ট বীরভূমি বার্তা চুঁচুড়া

বাংলাপক্ষের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে যে ব্যাংকগুলোতে বাংলায় পরিষেবা দেওয়া হয় না। আগে ব্যাংকগুলোতে বাংলায় ফর্ম পাওয়া যেত কিন্তু বিগত কয়েক বছর ধরে আর বাংলায় ফর্ম পাওয়া যায় না। বাংলার ৮৬% মানুষের মাতৃভাষা বাংলা এবং এখানের স্থানীয় ভাষা বাংলা অথচ এখানে বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হয় না। ফলে অনেক ভূমিপুত্ররা কোন পরিষেবার জন্য ব্যাংকে গেলে হেনস্থার শিকার হন। নিজের ভাষার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। যেখানে RBI এর নির্দেশ আছে স্থানীয় ভাষায় ব্যাংকগুলোকে পরিষেবা দিতে হবে সেখানে বাংলায় অবস্থিত প্রায় কোন ব্যাংকই এই নির্দেশ আর মানে না। উপরন্তু অনেক ব্যাংকের বহিরাগত কর্মীরা বাংলায় কথাতো বলতেই পারেন না আবার বাংলায় পরিষেবা চাইলে বাঙালি গ্রাহককে অপমান করেন। নিজের মাতৃভাষায় কথা বলা, পরিষেবা চাওয়ার জন্য নিজের মাতৃভূমিতে বাঙালিকে অপমানিত হয় যা অন্য রাজ্যে সম্ভব নয়। বাংলাপক্ষের হুগলীজেলার সহযোদ্ধারা চুঁচুড়া এইচ ডি এফ সি ব্যাংকে বাংলা ভাষায় ফর্ম সহ বাংলায় পরিষেবার দাবিতে স্বারকলিপি দিল।


বাংলাপক্ষ হুগলী জেলার উপদেষ্টা সদস্য ঋত্বিক দে স্বারকলিপি দেওয়ার পরে জানালেন ব্যাংক আধিকারিক তাঁদের স্বারকলিপি গ্রহণ করেছেন এবং RBI এর নিয়মাবলী দেখে জানিয়েছেন তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবেন। ঋত্বিক বাবু এও জানালেন বাংলা পক্ষ এই নিয়ে বহুদিন থেকে আন্দোলন করছে, সারা বাংলা জুড়ে বিভিন্ন ব্যাংকে স্বারক লিপি দিয়েছে এবং বাংলায় পরিষেবা পাওয়ার জন্য বাংলাপক্ষ কলকাতা হাইকোর্ট এ জনস্বার্থ মামলাও করেছে যা এখন বিচারাধীন। 

0 Response to "বাংলা ভাষায় পরিষেবার দাবিতে চুঁচুড়া HDFC ব্যাংকে স্বারক লিপি দিল বাংলাপক্ষ ।"

Post a Comment

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article