BIRBHUMI BARTA

BIRBHUMI BARTA [ ELECTRONIC MEDIA PORTAL ]

Popular Posts

বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে এক বেসরকারি নার্সিংহোম এর গল্প কথা।

বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে এক বেসরকারি নার্সিংহোম এর গল্প কথা।


রিপোর্টার:-মহঃ আমীন নাশীদ,বীরভূমি বার্তা, সিউড়ি।

মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে আজ থেকে দুই বছর আগে বিশ্ব মাতৃ দিবসে পথ চলা শুরু করেছিল সিউড়ির এক বেসরকারি নার্সিং হোম নির্মলাদেবী হেলথ কেয়ার নার্সিং হোম।

এর পিছনে রয়েছে এক সুন্দর গল্প! জীবন সংগ্রাম কাছে থেকে দেখা সিউড়ি শহরের ব্যাবসায়ী গৌরব টিব্রিয়াল করোনা মহামারীর সময় মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে এবং মায়ের ইচ্ছেকে পূরণ করতে নিজের মায়ের নামে যাত্রা শুরু করেন এক উন্নত পরিষেবার নার্সিং হোমের।

সিউড়ি শহরের মানুষকে উন্নত চিকিৎসা পেতে সবসময় কথায় কথায় ছুটে যেতে হতো দুর্গাপুর কলকাতা! আর সেখানেও লাগামছাড়া খরচ।
সেই মানুষের অসহায় অবস্থা দেখে গৌরব টিব্রিয়াল ৫০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তি সহ কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে শুরু করেন এই নার্সিং হোমর।

গৌরব টিব্রিয়াল ছোট থেকেই মানুষের কষ্ট দেখেছেন ! এবং দেখেছেন মায়ের জীবন সংগ্রাম  সেই থেকেই মানুষের সেবা করার ইচ্ছে উনার মনে। তারপরেই উনার মা নির্মলাদেবী টিব্রিয়ালের নামে যাত্রা শুরু করেন নির্মলাদেবী হেলথ কেয়ার। 
বর্তমানে এই নার্সিং হোমে সমস্ত উন্নত বিভাগ চালু আছে এবং সুন্দর ভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে। আগামীদিনে এই পরিষেবা কে আরো বড় পরিসরে করার কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে।।নির্মলা দেবী হেলথ কেয়ার এর গৌরব বাবু আরো জানান আগে মানুষ ২৪ ঘণ্টায় সেভাবে পরিষেবা পেত না তাই তাদের ওখানে একমাত্র ২৪ ঘন্টাই ডাক্তারবাবুরা পরিষেবা দিয়ে থাকছেন শুরু থেকেই, ফাস্টেড থেকে যেকোনো পরিষেবায় এখানে ২৪ ঘন্টায় উপলব্ধ। এছাড়া তিনি জানান আজকের দিনে অর্থাৎ মাতৃ দিবসের দিনেই মায়ের নামে মায়ের হাত ধরে এই নার্সিংহোম উদ্বোধন করা হয় তিনি জানান আরো পরিষেবা উন্নত থেকে উন্নত করার কাজ চলছে ।সাধারন মানুষরা এই পরিষেবা পেয়ে খুবই খুশি । কারণ আগে মানুষকে হঠাৎ বিপদে পড়লে দুর্গাপুর বা কলকাতা এরকম জায়গায় ছুটে যেতে হতো কিন্তু তা এখন নির্মলা দেবীতে হাতের নাগালে এসেছে সাধারণ মানুষের পরিষেবা, আর তিনি আরো জানান যে বছরে ৬০০০ এর উপরের মানুষ এখান থেকে অর্থাৎ নির্মলা দেবী হেলথ কেয়ার থেকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন ।

1 Response to "বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে এক বেসরকারি নার্সিংহোম এর গল্প কথা।"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article