
Clean India 2.0: ক্লিন ইন্ডিয়া ২.০।
Clean India 2.0: ক্লিন ইন্ডিয়া ২.০।
#জেলা: রির্পোটার-সুপ্রভাত ঘটক,মহঃ আমীন নাশীদ,বীরভূম,বীরভূমি বার্তা,২৯ সেপ্টেম্বর:
বীরভূম: Clean India 2.0: ক্লিন ইন্ডিয়া ২.০।
ক্লিন ইন্ডিয়া ২.০
আগামী ১লা অক্টোবর থেকে ৩১এ অক্টোবর পর্যন্ত ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীয়া মন্ত্রালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূম'র উদ্যোগে এবং বীরভূম জেলা বিভিন্ন যুব ক্লাবের পরিচালনায় সমস্ত বীরভূম জেলা জুড়ে ক্লিন ইন্ডিয়া ২.০ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে সকল শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করা। তাই আয়োজনকারীদের পক্ষ থেকে বীরভূম'র সমস্ত মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন সক্রিয়ভাবে এই কর্মসূচীতে অংশগ্রহণ করে, এই কর্মসূচীকে গণ-আন্দোলনে রূপান্তরিত করে এবং আবর্জনা মুক্ত সমাজের লক্ষ্য অর্জন করে।
বীরভূমি বার্তা আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বীরভূমি বার্তা ওয়েবসাইটে।
Tags:#Clean_India_2.0
0 Response to "Clean India 2.0: ক্লিন ইন্ডিয়া ২.০।"
Post a Comment